বিপিএল বিদেশিরা আসছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
Page 1 of 1
বিপিএল বিদেশিরা আসছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
বিপিএলে শহীদ আফ্রিদি আসবেন কি না, এ নিয়ে নানা জনের নানা মত ছিল। বিদেশি মিডিয়াগুলোও ফলাও করে প্রচার করেছিল, বিপিএলে এই ড্যাসিং ক্রিকেটারকে দেখা যাবে না। এমন বিড়ম্বনার হাত থেকে বাঁচতে বেশ কয়েকবার প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্স। শেষ পর্যন্ত অবশ্য অস্থিরতা থেকে বেঁচেছে ঢাকা। ২৮ ও ২৯ ফেব্রুয়ারি শেষ দুটি ম্যাচ খেলতে ঢাকায় আসবেন 'বুম বুম' আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক পরে আসলেও ৬ ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটাররা ঢাকায় আসতে শুরু করবে ১ ফেব্রুয়ারি থেকে। দেশি ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন ৬ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে। ১৯ জানুয়ারি র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হয় জমকালো নিলাম। নিলামে দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে ৯৬ জন বিক্রি হয়েছিল। এরমধ্যে বিদেশি ক্রিকেটার ছিল ৪৪ জন। অবশ্য পরবর্তীতে বাকি ৪ ক্রিকেটারও বিক্রি হয়। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স সর্বোচ্চ ৭ লাখ ডলারে কিনেছে পাকিস্তানের শহীদ আফ্রিদিকে। এ ছাড়াও কিনেছে বিশ্বের এক নম্বর অফ স্পিনার সাঈদ আজমল, ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড, পাকিস্তানের রানা নাভিদ উল হাসান অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ম্যাকগিল, ড্যারেন ইয়ান স্টিভেন, ইমরান নাজিরকে। ঢাকার ক্রিকেটাররা ২ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় আসবেন বলে দলের কনসালটেন্ট হাবিবুল বাশার জানিয়েছেন, 'স্টিভেনসন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ২৭ জানুয়ারির মধ্যে ঢাকায় আসবেন। বাকি ক্রিকেটারদের মধ্যে আজমল ও আফ্রিদি এই মাসের শেষে আসবেন। পোলার্ড ৬-৭ ফেব্রুয়ারির মধ্যে আসবেন বাকিরা ২ ফেব্রুয়ারির মধ্যে চলে আসবেন।'
চট্টগ্রাম কিংস কিনেছে পাকিস্তানের শোয়েব মালিক শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো অ্যালেঙ্ কারভিজি, নাসির জামশেদ, কায়েল কব্জার, কেভিন কুপার, ল্যান্ডল সিমন্স ও জেরমে টেলরকে। দলের কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন বিদেশি ক্রিকেটাররা ১ ফেব্রুয়ারি থেকে আসবে, 'বিদেশি ক্রিকেটাররা ১ ফেব্রুয়ারি থেকে বিদেশি ক্রিকেটাররা আসতে থাকবেন বলে আশা করছি।'
দুরন্ত রাজশাহীর কোচ খালেদ মাসুদ পাইলট আশা করছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই চলে আসবেন ক্রিকেটাররা, 'সবাই খেলার মধ্যেই আছেন। আর ঘরোয়া ক্রিকেট চলছে বলে অনুশীলন করার সুযোগও কম। তারপরও আশা করছি ৪-৫ ফেব্রুয়ারির মধ্যে সব বিদেশিরা চলে আসবেন। দুরন্ত রাজশাহী কিনেছে পাকিস্তানের আবদুল রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, কানাডার রিজওয়ান বিন চিমা, পাকিস্তানের মোহাম্মদ সামি, কায়সার আব্বাস, ফাওয়াদ আলম ও জিম্বাবুয়ের শন আরভিনকে। খুলনার কোচ ভারতের রবিন সিং। তিনি আসবেন ৬ ফেব্রুয়ারি। রবিন সিং আসার আগে আগেই খুলনা রয়্যাল বেঙ্গলসের ক্রিকেটাররা চলে আসবেন বলে জানিয়েছেন খুলনার কর্মকর্তারা। খুলনার বিদেশি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, শ্রীলঙ্কার সনাৎ জুয়াসুরিয়া, আয়ারল্যান্ডের নেইল ওব্রায়েন, ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস, জোন্স বাটলার, শিবনারায়ণ চন্দরপল, হার্শেল গিবস ও ডুয়াইন স্মিথ। বরিশাল বার্নার্সের বিদেশি ক্রিকেটারদের ৮ ফেব্রুয়ারির মধ্যে আসতে অনুরোধ করেছেন দলের কোচ সারওয়ার ইমরান, 'অনুশীলন করার কোনো সুযোগ নেই। তাই ৮ ফেব্রুয়ারিই আসতে বলেছি। এ ছাড়া প্রিমিয়ার ক্রিকেটও চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।' বরিশালের বিদেশি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ, পাকিস্তানের ইয়াসির আরাফাত, আহমেদ শেহজাদ, রমিজ রাজা জুনিয়র ও আফগানিস্তানের হামিদ হাসান। সিলেট রয়্যালসের ক্রিকেটাররা আসবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বিদেশি ক্রিকেটাররা ইংল্যান্ডের পিটার ট্রেগো, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি, অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ, পাকিস্তানের সোহেল তানভির, কামরান আকমল, ফয়সাল ইকবাল, ইংল্যান্ডের ফ্রেডি ক্লুকার ও গেরি কেডি। তবে স্যামি আসতে পারবেন না বলে জানিয়েছেন আগেই।
চট্টগ্রাম কিংস কিনেছে পাকিস্তানের শোয়েব মালিক শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো অ্যালেঙ্ কারভিজি, নাসির জামশেদ, কায়েল কব্জার, কেভিন কুপার, ল্যান্ডল সিমন্স ও জেরমে টেলরকে। দলের কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন বিদেশি ক্রিকেটাররা ১ ফেব্রুয়ারি থেকে আসবে, 'বিদেশি ক্রিকেটাররা ১ ফেব্রুয়ারি থেকে বিদেশি ক্রিকেটাররা আসতে থাকবেন বলে আশা করছি।'
দুরন্ত রাজশাহীর কোচ খালেদ মাসুদ পাইলট আশা করছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই চলে আসবেন ক্রিকেটাররা, 'সবাই খেলার মধ্যেই আছেন। আর ঘরোয়া ক্রিকেট চলছে বলে অনুশীলন করার সুযোগও কম। তারপরও আশা করছি ৪-৫ ফেব্রুয়ারির মধ্যে সব বিদেশিরা চলে আসবেন। দুরন্ত রাজশাহী কিনেছে পাকিস্তানের আবদুল রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, কানাডার রিজওয়ান বিন চিমা, পাকিস্তানের মোহাম্মদ সামি, কায়সার আব্বাস, ফাওয়াদ আলম ও জিম্বাবুয়ের শন আরভিনকে। খুলনার কোচ ভারতের রবিন সিং। তিনি আসবেন ৬ ফেব্রুয়ারি। রবিন সিং আসার আগে আগেই খুলনা রয়্যাল বেঙ্গলসের ক্রিকেটাররা চলে আসবেন বলে জানিয়েছেন খুলনার কর্মকর্তারা। খুলনার বিদেশি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, শ্রীলঙ্কার সনাৎ জুয়াসুরিয়া, আয়ারল্যান্ডের নেইল ওব্রায়েন, ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস, জোন্স বাটলার, শিবনারায়ণ চন্দরপল, হার্শেল গিবস ও ডুয়াইন স্মিথ। বরিশাল বার্নার্সের বিদেশি ক্রিকেটারদের ৮ ফেব্রুয়ারির মধ্যে আসতে অনুরোধ করেছেন দলের কোচ সারওয়ার ইমরান, 'অনুশীলন করার কোনো সুযোগ নেই। তাই ৮ ফেব্রুয়ারিই আসতে বলেছি। এ ছাড়া প্রিমিয়ার ক্রিকেটও চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।' বরিশালের বিদেশি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ, পাকিস্তানের ইয়াসির আরাফাত, আহমেদ শেহজাদ, রমিজ রাজা জুনিয়র ও আফগানিস্তানের হামিদ হাসান। সিলেট রয়্যালসের ক্রিকেটাররা আসবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বিদেশি ক্রিকেটাররা ইংল্যান্ডের পিটার ট্রেগো, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি, অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ, পাকিস্তানের সোহেল তানভির, কামরান আকমল, ফয়সাল ইকবাল, ইংল্যান্ডের ফ্রেডি ক্লুকার ও গেরি কেডি। তবে স্যামি আসতে পারবেন না বলে জানিয়েছেন আগেই।
Similar topics
» বরিশালের গেইল প্রথম পাঁচ ম্যাচে
» বিপিএল’র টিকিটের মূল্য
» জয়াসুরিয়া এসেছেন আজ আসছেন গিবস
» রুবেলের বিপিএল শেষ
» বিপিএল সূচি চূড়ান্ত
» বিপিএল’র টিকিটের মূল্য
» জয়াসুরিয়া এসেছেন আজ আসছেন গিবস
» রুবেলের বিপিএল শেষ
» বিপিএল সূচি চূড়ান্ত
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Nov 23, 2022 4:37 pm by Admin
» Sylhet Strikers - 2023 Squad
Mon Nov 07, 2022 3:19 am by Admin
» Fortune Barishal - Full Squad
Tue Nov 01, 2022 7:04 am by Admin
» Rivals: Dhaka Dynamites v Rangpur Riders thing
Fri Nov 03, 2017 4:04 am by Admin
» Adam Zampa confirmed by Sylhet Surma Sixers
Sun Aug 13, 2017 10:06 am by Admin
» Jos Buttler to be paid 2 crore in BPL
Fri Aug 11, 2017 11:11 pm by Admin
» Ticket price of this year’s BPL will be lower
Fri Aug 11, 2017 7:40 pm by Admin
» Sylhet all set to arrange BPL 2017
Fri Aug 11, 2017 7:29 pm by Admin
» Jos Buttler to play the full season of BPL’5 for Comilla Victorians
Fri Aug 11, 2017 8:57 am by Admin