Bangladesh Premier League T20
The fourth edition of the Bangladesh Premier League is going to take place in this coming November; BCB Media Committee chairman Jalal Yunus informed about the matter.
Latest topics
Buy Now
Sponsored
Facebook

সবাইকে ছাড়িয়ে নাসির হোসেন

Go down

সবাইকে ছাড়িয়ে নাসির হোসেন

Post  nazmul07npk on Fri Jan 20, 2012 12:32 pm

'আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু। এখনো আমি বিশ্বাস করতে পারছি না
যে, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য আমারই । এই অনুভূতি
অন্যরকম। কোনোভাবেই এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তবে এটা ঠিক, মনে
একটা স্বপ্ন ছিল বিপিএলে ভালো মূল্যই পাব। কিন্তু সেই ভালোটা যে এত ভালো
হবে তা আমি ঘূর্ণাক্ষরেও ভাবিনি। আমাকে দলে নেওয়ার জন্য 'খুলনা রয়্যাল
বেঙ্গলস'কে ধন্যবাদ। তারা আমার প্রতি যে সম্মান দেখিয়েছে, আমিও আমার
পারফরম্যান্স দিয়ে তাদেরকে প্রতিদান দেওয়ার চেষ্টা করব।' বলছিলেন বাংলাদেশ
প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে দামি স্থানীয় ক্রিকেটার নাসির হোসেন। কাল
হোটেল রেডিসনে বিপিএলের নিলামে সাকিব আল হাসানের দল 'খুলনা রয়্যাল বেঙ্গলস'
পৌনে ২ কোটি (২ লাখ ডলার) টাকায় জাতীয় দলের এই তারকাকে কিনে নেয়। স্থানীয়
সব ক্রিকেটারদের ছাড়িয়ে গেছেন নাসির। নিলামের পর বাংলাদেশ প্রতিদিনের কাছে
অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে নাসির বলেন, 'এটা সত্যিই অসাধারণ একটা
মুহূর্ত। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। স্বপ্ন আমার সার্থক
হয়েছে আজ।'

শুধু নাসিরেরই নয়, স্বপ্ন যে স্বার্থক হতে চলেছে বাংলাদেশেরই। কেউ কি কখনো
কল্পনাও করতে পেরেছিল এদেশের কোনো ঘরোয়া লিগ এতটা জাঁকজমকপূর্ণভাবে হবে বা
কখনো হতে পারে। যেখানে খেলবেন বিশ্বের সেরা সেরা ক্রিকেটাররা। যাদের জাতীয়
দলে খেলার এখনো সৌভাগ্য হয়নি সেই ঘরোয়া লিগের ক্রিকেটাররাও একই
ড্রেসিংরুমে বিশ্ব সেরা তারকাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন এখন।
নতুন উচ্চতায় উঠে যাবে আমাদের স্বপ্নরূপী ক্রিকেট। সত্যিই এটা বাংলাদেশের
ক্রিকেটে অবিস্মরণীয় এক মুহূর্ত। এক কথায়, আমাদের ক্রিকেটে উন্মোচিত হলো
নতুন দিগন্ত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর বিপিএলই এখন বিশ্বে সবচেয়ে
জাঁকজমকপূর্ণ ঘরোয়া আসর। ইংলিশ কাউন্টি বলুন আর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০
লিগ 'বিগব্যাস'ই বলুন না কেন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয় তো এই
উপমহাদেশেই। আর বিপিএলের আড়ম্বর অন্যান্য দেশের ঘরোয়া লিগকে ছাড়িয়ে যাওয়ার
ইঙ্গিতই দিচ্ছে। আইপিএলের মতো বিপিএলের মালিকানায় নেই সেলিব্রেটিদের
উপস্থিতি। তবে এটা ঠিক যে সেলিব্রেটিদের উপস্থিতি নিঃসন্দেহে আরও বাড়িয়ে
দিত টুর্নামেন্টের সৌন্দর্য। তারপরেও এদেশের ব্যবসায়ীরা যেভাবে এগিয়ে
এসেছেন সেটাই বা কম কিসে? বিপিএলকে তাই এদেশের ক্রিকেটাঙ্গনে নতুন বিপ্লব
হিসেবে অভিহিত করা যেতেই পারে।

এদেশের ইতিহাসে ক্রীড়াঙ্গনে এত বড় নিলাম হয়নি এর আগে। শুধু বাংলাদেশ কেন,
বিশ্ব ক্রীড়াঙ্গনেই তো এটা বিরল ঘটনা। কেননা আইপিএলের পর বাংলাদেশেই এত বড়
জাঁকজমকপর্ূভাবে নিলামের মাধ্যমে ক্রিকেটার কেনা হলো। যদিও সর্বোচ্চ মূল্য
উঠেছে পাকিস্তান তারকা 'বুম বুম' শহীদ আফ্রিদির। প্রায় ছয় কোটি টাকায় তাকে
কিনে নিয়েছে আশরাফুলের ঢাকা গ্ল্যাডিয়েটরস। এরপরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ
তারকা ক্রিজ গেইল ও কাইরন পোলার্ড। তবে আমাদের ক্রিকেটাররাও চড়া মূল্য
পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটাররা বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে মেশার সুযোগ পেয়ে
শুধু এখন অভিজ্ঞতাই অর্জন করবেন না, তারা অনেক বেশি টাকা উপার্জন করবেন এই
বিপিএল থেকে। আর এ কারণেই তরুণ প্রজন্ম আরও বেশি ক্রিকেটের প্রতি আগ্রহী
হবে। আরও শক্তিশালী হবে আমাদের জাতীয় দল। তাই বিপিএল যে আমাদের ক্রিকেটে
সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না।

বিশ্বকাপের পর একের পর এক হারে বাংলাদেশের ক্রিকেট যেন অনেকটাই ঝিমিয়ে
পড়েছিল। ক্রিকেটপাগল দর্শকরাও হতাশায় ভুগছিলেন। কিন্তু বিপিএল নতুন করে
ঝিমিয়ে পড়া ক্রিকেটে প্রাণের সঞ্চার ঘটাতে যাচ্ছে। তাছাড়া আরেকটি ইতিবাচক
দিকও ছিল লক্ষণীয়। ঢাকা প্রিমিয়ার লিগে গ্যালারি যেখানে খাঁ খাঁ করত, ঘরোয়া
ক্রিকেটের নাম শুনলেই দর্শকরা নাক ছিটকাতো, কিন্তু সেখানে বিপিএল মাঠে
গড়ানোর আগেই দর্শকরা অভূতপূর্ব সাড়া দিচ্ছেন। তবে গতকাল আড়ম্বরপূর্ণ নিলাম
হলেও আয়োজকদের কিছু ত্রুটি হয়ে থাকল চাঁদের কলঙ্ক হয়েই। কাল জাঁকজমকপূর্ণ
নিলামে সংবাদকর্মীদের প্রবেশের অনুমতি ছিল না। তাছাড়া নিলাম অনুষ্ঠান এমন
এক টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে, যা দেশের অনেক জায়গা থেকেই দেখা
যায়নি। কিছু ত্রুটির পরেও স্বপ্নের বিপিএল যে সাড়ম্বরে মাঠে গড়াতে যাচ্ছে
এটি তো সবচেয়ে আনন্দের। সবচেয়ে গৌরবের। এখন থেকে প্রতি বছর বিশ্বের সেরা
সেরা ক্রিকেটারদের পদচারণায় মুখরিত হবে আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলাদেশের
ইতিবাচক ভাবমূর্তি ছড়িয়ে যাবে দিকে দিকে।
avatar
nazmul07npk

Posts : 191
Points : 573
Reputation : 2
Join date : 2012-01-19
Age : 25
Location : Dhaka Cantonment,Dhaka

View user profile http://www.facebook.com/mdnazmulasif

Back to top Go down

Nasir

Post  Apurba007 on Fri Jan 20, 2012 3:32 pm

nasir k nea tanatani hobei karon se akta talentful player
avatar
Apurba007

Posts : 49
Points : 40
Reputation : 3
Join date : 2012-01-01
Age : 24
Location : Uttara,Dhaka

View user profile

Back to top Go down

Re: সবাইকে ছাড়িয়ে নাসির হোসেন

Post  nazmul07npk on Fri Jan 20, 2012 5:06 pm

Vai talent to Bangladesh er onaker asa............match a ta proman hobay ki bolan apne............
avatar
nazmul07npk

Posts : 191
Points : 573
Reputation : 2
Join date : 2012-01-19
Age : 25
Location : Dhaka Cantonment,Dhaka

View user profile http://www.facebook.com/mdnazmulasif

Back to top Go down

Re: সবাইকে ছাড়িয়ে নাসির হোসেন

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum